• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাদককাণ্ডে বিপদ কাটেনি দীপিকা-সারার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা পেছনে গিয়ে এখন সামনে এসেছে বলিউডের মাদককাণ্ড। এ নিয়ে এরই মধ্যে তদন্তকারীদের জেরার মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিং। তবে এতেই তাদের বিপদ কেটে যায়নি। বরং তাদেরকে ফের সমন পাঠানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সামনে পড়ে ৪ অভিনেত্রী প্রায় একযোগে দাবি করেছেন, জীবনে কখনও তারা মাদক সেবন করেননি। তাদের ম্যানেজাররাও প্রায় একই দাবি করেছেন। এমনকী 'ডুব', 'হ্যাশ', 'মাল' এর মানে কী, তা নিয়েও একই রকম তথ্য দেন দীপিকা, রাকুলপ্রীতরা। যা নিয়ে এনসিবি সন্তুষ্ট হতে পারেনি। সেই কারণেই ফের তাদের দ্বিতীয়বার সমন পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এনসিবির তরফে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে দীপিকার ক্রেডিট কার্ড ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো মাদক কারবারী বা পাচারকারীর সঙ্গে দীপিকা লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দীপিকার পাশাপাশি সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীত সিংয়ের কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে মাদক মামলায় ইচ্ছাকৃতভাবে পরিচালক প্রযোজক করণ জোহরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদ। করণ জোহরের নাম করে অভিযোগ করলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও দাবি করেছেন তিনি।