• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মার্কিন কবুতর অস্ট্রেলিয়ায়, ধরে মেরে ফেলার সিদ্ধান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

যুক্তরাষ্ট্রের একটি কবুতর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে। কঠোর কোয়ারেন্টিন বিধি অনুযায়ী তা মেরে ফেলবে অস্ট্রেলিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ২০২০ সালের অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে কবুতরটি নিখোঁজ হয়ে যায়। একটি রেসে কবুতরটি ছাড়ার পর তা আর ফিরে যায়নি। 

এদিকে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কবুতরটি দেখা যায়। অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তারা 'জো' নামের ওই কবুতর পোল্ট্রি শিল্পের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।

কবুতরটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে কেমন করে অস্ট্রেলিয়া পর্যন্ত আট হাজার মাইল পথ পাড়ি দিল, তা এখনো স্পষ্ট নয়। যদিও অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ধারণা করছেন, কবুতরটি সম্ভবত মালবাহী জাহাজে চড়ে অস্ট্রেলিয়া চলে এসেছে।

কবুতরটি এখনো ধরা পড়েনি। তবে অস্ট্রেলিয়ার কৃষি, পানি ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কবুতরটির মাধ্যমে স্থানীয় পাখিগুলোর রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। এজন্য কবুতরটি ধরে ফেলা হবে।

অধিদপ্তরের একজন মুখপাত্র জানান, কবুতরটি যেখান থেকেই আসুক না কেন, যে কোনও পোষা পাখি বাইরে থেকে এ দেশে এলে তার স্বাস্থ্যগত মান ও প্রয়োজনীয় পরীক্ষা করা না হলে, তা অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না।