• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন গ্রেটা থুনবার্গের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

জলবায়ু আন্দলোনকারী গ্রেটা থুনবার্গ মার্কিন ভোটাদের কাছে সরাসরি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বেছে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি কোনো রাজনীতিও করেন না। 

জলবায়ু নিয়ে বিশ্বে যে আন্দোলন চলছে তাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী দিনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন এই তরুণী। আর সেই কারণে পরিবেশ নিয়ে যেসব মানুষ সচতেন তাঁদের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান তার। 

১৭ বছর বয়সী গ্রেটা টুইট বার্তায় লিখেছেন, আমি কখেনোই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকেই অবশ্যই অন্যান্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু, আমি বোঝাচ্ছি… আপনারা জানেন…জঘন্য! সংগঠিত হন এবং সবাই #বাইডেনকে ভোট দিন।