• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাশরাফির নির্বাচন প্রসঙ্গে যা বললেন তামিম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

ইনজুরি কাটিয়ে সদ্যই অনুশীলনে যোগ দিয়েছেন তামিম ইকবাল। আশা করছেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরতে পারেন দলে। তবে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেলেই চলে আসছেন মাঠে। সেখানেই কথা বললেন মাশরাফির নির্বাচন প্রসঙ্গে।

উইন্ডিজ সিরিজকে সামনে রেখে নেটে ঘাম ঝরাচ্ছেন দেশসেরা ওপেনার। জানালেন, পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং শুরু করেছেন। তবে কিছুটা ব্যথা আছে। তামিম বলেন, ‘ব্যথা হয়তো বা একটু থাকবেই। এভাবে করেই আগাতে হবে। ভালোর দিকে যাচ্ছে। আমি খুব ইতিবাচক যে যেভাবে করে আমরা পরিকল্পনা করছি ওভাবেই সবকিছু আগাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, কোন সমস্যা না হয় তাহলে আশা করি প্রথম টেস্ট (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) থেকেই খেলতে পারব।’

এই মুহূর্তে ক্রিকেটপাড়া উত্তাল মাশরাফির নির্বাচন প্রসঙ্গে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গেলেন তামিম। তিনি বলেন, ‘যেহেতু এটা ক্রিকেটের বাইরের একটা বিষয়, তাই এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। তবে ড্রেসিংরুমে মাশরাফি বিন মর্তুজা আমার কাছে একজন অধিনায়ক। আমি তাকে সেই হিসাবেই দেখতে চাই।