• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মিঠাপুকুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় দুই ছাত্র নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

রংপুরের মিঠাপুকুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় দুই ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার শঠিবাড়ি-বড়বালা সড়কের আখিরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চেংমারী ইউপির মাহিয়ারপুর গ্রামের জিল্লুর রহমনের ছেলে ও শঠিবাড়ি মহাবিদ্যালয়ের ছাত্র সানোয়ার হোসেন সাব্বির এবং একই গ্রামের টুলু মিয়ার ছেলে ও কবি নজরুল বিদ্যাপিঠের ছাত্র আল ফারাবী।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, সাব্বির ও ফারাবী মোটরসাইকেলে শঠিবাড়ি যাচ্ছিলেন। তারা আখিরা পৌঁছালে বিপরীতগামী একটি বালু বোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে দুইজন মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহতকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাক্টরের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।