• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মিঠাপুকুরে বাসের ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যাত্রী। তাৎক্ষণিক আহতকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।

শঠিবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া জানান, ঢাকাগামী নাবিল স্কানিয়া পরিবহন নামের একটি বাস রাত ১২ টায় বলদিপুকুরের ডেইরি মিল্ক লিমিটেডের সামনে পৌঁছে একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত অপর যাত্রীকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে, নিহত দুই যাত্রী গোপালপুর ইউপির বাসিন্দা বলে জানা গেছে।