• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মিঠাপুকুরে রাঙ্গা’র শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

শহীদ নূর হোসেন ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মিঠাপুকুরে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়াম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের প্রেসক্লাব চত্বরে ২ সহস্রাধিক নেতা-কর্মী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশারদ আলী দলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, আওয়ামী লীগ নেতা নেয়ামুল হক মন্ডল, জুলফিকার আলী ছামদানি, সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম আপেল, শ্রমিক লীগ নেতা আবু হারেছ প্রমুখ। বক্তারা জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ও সংসদ সদস্য পদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে, আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আলী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন, অধ্যক্ষ মেসবাহুর রহমান, যুবলীগের মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন।