• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

`মির্জা ফখরুলের দল বিএনপিই হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক`

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক। তিনি বলেছেন, ইশরাক কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়েছেন? তিনি কি রাজনীতি করেছেন? 

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক- সেই যোগ্যতা থেকে মনোনয়ন দেয়া হয়েছে ইশরাককে। তাবিথ আউয়ালের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান, সেই যোগ্যতায় তাকে প্রথমবার মনোনয়ন দেয়া হয়েছিল, এবারও তাই করা হয়েছে। 

পরিবারতন্ত্রের মধ্যে বসে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের বিষয়ে যে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছেন তা তার নিজের দলের বেলায় প্রযোজ্য বলেও মন্তব্য করেন মন্ত্রী। 

তিনি বলেন, আমাদের দলে কাউকে কোনো পারিবারিক কারণে পদ দেয়া হয়নি। বরং মির্জা ফখরুল ইসলামের দল বিএনপিই হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া নিজেই তার দলের মধ্যে পুরোপুরি পরিবারতন্ত্র চালু করেছেন।