• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরো ৯৮ জন। গতকাল রবিবার কায়রোর উত্তরের তৌখ শহরের পাশে দুর্ঘটনাটি ঘটে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ট্রেন কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। মাঝপথে স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। মিসরের রেল বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেশির ভাগ মানুষ হালকা আহত হয়েছেন। তবে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।