• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মিয়ানমারের ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯  

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৫১ জনে দাঁড়িয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস’র খবরে জানানো হয়েছে। এতে বহু লোক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। নিখোঁজ রয়েছেন এক ডজনেরও বেশি মানুষ।

গেল শুক্রবার (৯ আগস্ট) মিয়ানমারের পূর্বাঞ্চলীয় মোন প্রদেশের একটি পর্বতের সমতলে অবস্থিত থায়িপু কোনি নামক গ্রামে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মোন প্রদেশের সংসদ সদস্য ইউ জো জো হোতো জানান, টানা ভারি বৃষ্টিপাতের কারণে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। গেল কয়েক দশকের মধ্যে মোন প্রদেশে এবারই এত ভয়ংকর বন্যা ও অতিবৃষ্টি আঘাত হেনেছে বলেও জানান তিনি।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে ওই গ্রামে ১৬টি বাড়ি ও বৌদ্ধ ধর্মবালম্বীরদের একটি মঠ মাটিচাপা পড়েছে। উদ্ধারকারীরা একের পর এক লাশ উদ্ধার করে যাচ্ছে মাটির ভেতর থেকে।