• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘মুকুট’ জিততে চীনে ঐশী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

                                                           জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। ত্রিশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তিনি। তবে শুধু এটাতেই ক্ষান্ত না হয়ে এবার ‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী মুকুট জিততে চীনে পৌঁছেছেন ঐশী। আর সেখানে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন এ কন্য।

শনিবার রাত ১টার ফ্লাইটে চীনের সানাইয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ঐশী। আর সেখানো রোববার সকালে গিয়ে পৌঁছেছেন তিনি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঐশী চীনের সানাইয়া শহরে পৌঁছানোর পরে মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। ঐশী বর্তমানে সানাইয়া শহরে আছেন। সোমবার সকাল থেকে গ্রুমিংয়েও অংশ নিয়েছেন। এরই মধ্যে কয়েকটি দেশের প্রতিযোগির সঙ্গে তার পরিচয় হয়েছে।

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন পিরোজপুরের মেয়ে ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।