• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার প্রকৌশলীদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত থেকে দেশ গড়ার অঙ্গিকার করেছেন গণপূর্ত অধিদফতরের (পিডব্লিউডি) ডিপ্লোমা প্রকৌশলীরা।

শনিবার গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ৩৫তম কাউন্সিলের প্রথম অংশে এ অঙ্গিকার ব্যক্ত করেন তারা।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ.টি.এম. গোলাম মোস্তফা।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্য করে শাহে আলম মুরাদ বলেন, সবাই এক হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথটা আরো সহজ হবে।

কাউন্সিলে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের কাজের প্রশংসা করে বলেন, ১৯৫০ সাল থেকে এ বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীরা মুক্তিযুদ্ধের চেতনাধারী ছিলেন। পাকিস্তান সরকারের নানা অনিয়ম আর অন্যায় আদেশের বিরোধিতা করে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

ডিপ্লোমা প্রকৌশলীরা এখনো মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে দেশ গড়ার কাজ করছেন উল্লেখ করে তারা আরো বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় ডিপ্লোমা প্রকৌশলীরাও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন- দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ।

এছাড়া দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন। কাউন্সিল চেয়ারম্যানের দায়িত্ব পালণ করেন সমিতির সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক মো. অমিনুল ইসলাম। এ ছাড়া সমিতির নেতাদের মধ্যে ১নং সদস্য মো. আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক এস. এম. আবু সায়েম প্রমুখ বক্তব্য রাখেন।