• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী সুমীর খাদ্য সহায়তা প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবার ও লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানে মাঠে নেমেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী। 

আজ শুক্রবার বিকাল থেকে তিনি সহায়তা প্রদান করছেন। কারো কারো বাড়ির সামনে বা খোলা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি চাল,ডাল,আলু ও সাবান বিতরন করছেন। 

সুমী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তিনি ব্যাক্তিগত উদ্যোগে তার বাবা, স্বামী এবং এলাকার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে এই খাদ্য সহায়তা বিতরন  করছেন। তিনি চার হাজার পরিবারকে সহায়তা করবেন বলে জানান। 

সুমী নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির বাসিন্দা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে।