• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মেধাবী নাসরিনকে দিনাজপুরের ডিসির সহায়তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দরিদ্র ও মেধাবী নাসরিন জাহানকে ভর্তির টাকা প্রদান করেছেন দিনাজপুরের ডিসি। দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বুধবার সকাল সাড়ে ৮ টায় নাসরিন ও তার বাবার হাতে একটি চেক তুলে দেন।

নেত্রকোনা মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া নাসরিন জাহান দিনাজপুরের বিরলের ভুতিগাও গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এর আগে টাকার অভাবে মেডিকেল কলেজে নাসরিনের ভর্তি অনিশ্চিত এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দিনাজপুরের ডিসি নাসরিন জাহানের পরিবারের খোঁজ নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।

তার সাফল্য কামনা করে ডিসি বলেন, নাসরিনের জন্য দোয়া রইলো। সে যেন একজন ভাল চিকিৎসক হয়ে ভাল মানুষ হিসাবে জনগণের সেবা করতে পারে।