• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মেসেঞ্জারে কথা বলা কতটা নিরাপদ?

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

মেসেঞ্জারে কারো সঙ্গে কথা বললে সেসব কান পেতে শুনে থাকে ফেসবুক! এর জন্য নাকি শত শত কর্মীও নিয়োগ দেয়া হয়েছে। এসব কর্মী মেসেঞ্জারে গ্রাহকের কথপোকথন শুনে সেগুলোর প্রতিলিপি করে থাকেন।সম্প্রতি এমনটাই অভিযোগ উঠেছে। আর তাই অনেক বিশেষজ্ঞ বলছেন, মেসেঞ্জারও অনেকটা অনিরাপদ। খবর ব্লুমবার্গ, বিবিসি।

কয়েকদিন আগে একই অভিযোগ উঠেছিল ফেসবুকের আরেক অঙ্গপ্রতিষ্ঠান ওয়াটসঅ্যাপের বিরুদ্ধে। তবে ফেইসবুকও স্বীকার করেছে যে, এ ধরনের কাজের জন্য তারা তৃতীয় পক্ষের কর্মীদের ব্যবহার করেছে। তবে এক সপ্তাহের বেশি সময় আগে তারা এই কাজ বন্ধ করেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, কর্মীদের গ্রাহকের কথপোকথনের অডিও রেকর্ডিং দেয়া হয়। তবে এই অডিওগুলো কী পদ্ধতিতে সংগ্রহ করা হতো তা বলা হয়নি। অন্যদিকে ফেসবুক বলছে, আমাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই। রেকর্ডিংগুলোর ম্যানুয়ালি প্রতিলিপি করা হয় যাতে এআই ব্যবস্থা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি করার কাজ আরো উন্নত করা যায়।