• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মোদি সরকার ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাবে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মোদি সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারত সফরের আমন্ত্রণ জানাবে। 

ভারত সরকার জানিয়েছে, এসসিও’র ৮টি দেশ ও ৪ পর্যবেক্ষককে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।


বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, ভারত এ বছর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনটির আয়োজন করবে। সম্মেলনে আটটি দেশ ও চারটি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে। এতে অন্যান্য আন্তর্জাতিক সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

এসসিইও হলো চিনের নেতৃত্বে আট সদস্যের এক অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এতে অন্তর্ভুক্ত হয়। ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করে চিন, কিরগিজ প্রজাতন্ত্রস্থ কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।