• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ময়মনসিংহে বাসচাপায় চার অটোযাত্রী নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসচাপায় চার অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের লঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রহেলা গ্রামের সাকিব, আরিফুল ইসলাম, নিশ্চন্তপুর গ্রামের মিজানুর রহমান ও বাঘমারা গ্রামের সজিব আহমেদ।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ধারাবাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হালুয়াঘাটে যাচ্ছিল। লঘুনাথপুর এলাকায় পৌঁছালে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা আরিফুল ও সজিব নিহত ও সাতজন আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব ও মিজানুর মারা যান।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।