• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার সম্ভাবনা বেড়েছে:ট্রাম্পের উপদেষ্টা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা বেড়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।
পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইরানকে প্রতিহত করার জন্যই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন স্বার্থে আঘাত হানার আগে ইরান যেন ভালোভাবে তার পরিণতির কথা চিন্তা করে বলেও জানান তিনি।

রোববার মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস’কে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে এ কথা জানান তিনি। 

এর আগেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কথা চলছিল। তবে যুক্তরাষ্ট্র তেহরান বিদ্বেষী পরমাণু সমঝোতা নীতি পরিহার করে পুনরায় সেই নীতিতে ফিরলেই মার্কিন সরকারের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর কাঠামোর আওতায় আলোচনা হতে পারে বলে জানায় ইরান। এছাড়া ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না বলে ঘোষণা করে দেশটি।