• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যুক্তরাষ্ট্রে অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সে দেশে বৈধভাবে বসবাসের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বর্তমানে ওয়াশিংটন সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেঙের সঙ্গে বৈঠক করেন। 

বৈঠককালে এ অনুরোধ জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেস মেঙের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। আলোচনায় যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বৈধভাবে বসবাসের সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

এ ছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও গ্রেস মেঙকে আমন্ত্রণ জানান ড. মোমেন। আলোচনায় গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্রও তুলে ধরেন।