• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফের বন্দুকধারীর হামলা- নিহত ৫, আহত ২১

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছে। এ হামলায় আরও অন্তত ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেক্সাস পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ওই গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত এবং আরও কমপক্ষে ২১ জন আহত হয়েছে। গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে পশ্চিমাঞ্চলীয় ওডেসা এবং মিডল্যান্ড শহর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনের দিকে ক্রমাগত গুলি চালাতে থাকেন এক অস্ত্রধারী ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বন্দুকধারী এই হামলা চালিয়েছে। পরে সেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে।

কি কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। মাত্র এক মাসেরও কম সময়ে, এর আগে এক বন্দুকধারীর গুলিতে টেক্সাসের এল পাসো শহরে ২২ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছিল।