• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০  

মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। এর মধ্যে তিন-চারদিন আগেই শক্তিশালী হারিকেন হানার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে। এবার দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। চলতি সপ্তাহের মধ্যেই ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) জানিয়েছে, গত বুধবার ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী এ ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৫০ মাইল (প্রায় ৮১ কিলোমিটার) গতি নিয়ে এবং ৩৪৫ মাইল (৫৫৫ কিলোমিটার প্রায়) বিস্তৃত হয়ে ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইসাইয়াস। ঝড়টি বর্তমানে লাতিন আমেরিকান দেশ পুয়ের্তো রিকোর পন্স শহর থেকে ১৫৫ মাইল দূরে অবস্থান করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে ডমিনিকান রিপাবলিকের দক্ষিণাঞ্চলে প্রথমে আঘাত হানে ইসাইয়াস। এরপর এগিয়ে যায় ফ্লোরিডার দিকে।

ঘূর্ণিঝড়টি ভূপৃষ্ঠে ঠিক কতটা শক্তি নিয়ে আঘাত হানবে তা নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে বেশ মতপার্থক্য দেখা দিয়েছে। কিছু পূর্বাভাসে বলা হচ্ছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানার সময় ইসাইয়াস দুর্বল হয়ে পড়বে। আবার কিছু পূর্বাভাসে বলছে, এটি যথেষ্ট শক্তি নিয়ে রাজ্যটির পূর্ব প্রান্তে আঘাত হেনে ক্যারোলিনার দিকে এগিয়ে যাবে।