• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নৌবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৌবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আগুনে স্থানীয় টেনেসি নদীতে ভাসমান বেশ কয়েকটি নৌযান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় অনেকেই সেখানে ঘুমিয়ে ছিলেন জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫টি নৌযান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।

ম্যান্ডি গ্রাহাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কোনো নৌযানের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ সময় স্কটবোরো শহরের জ্যাকসনপল্লীতে ওই নৌবন্দরে আগুনে কাঠের তৈরি পোতাশ্রয়ে অ্যালোমিনিয়ামের ডেকটি নদীতে ধসে পড়ে। এমনকি বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। 

উদ্ধারকারী দলের কর্মকর্তা গেনে নেকলোস জানায়, বিষয়টি খুবই ভয়াবহ। আমার দেখা সবচেয়ে বিধ্বংসী ঘটনা ছিল এটি। অগ্নিকাণ্ডে আহত সাতজনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

তিনি আরো বলেন, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। তবে ঠিক কি কারণে অগ্নিকাণ্ডটি ঘটলো এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, স্কটবোরো উত্তর অ্যালাবামার একটি জনবহুল শহর। সেখানে প্রায় ১৪ হাজারের অধিক লোক বসবাস করেন।