• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে ইরাক-ইরান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আদালতে মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাক ও ইরান। শনিবার এক ফোনালাপে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি এবং ইরাকের উচ্চ বিচারিক পরিষদের প্রধান ফাইক আল-জাইদান।
 
ইরানের ইসলামি  ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুদস ফোর্সের প্রয়াত প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ মামলা করবে ইরাক এবং ইরান।

ফোনালাপে ইবরাহিম রাইসি বলেন, ইরাক এবং ইরানের দুই কমান্ডারকে ভয়ঙ্কর ও দুঃখজনকভাবে হত্যা করে যুক্তরাষ্ট্র ভয়াবহ অপরাধ করেছে। এছাড়া এ হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক সব আইন ও কনভেনশনও লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের করা হত্যাকাণ্ডের যথাযথ শাস্তি দাবি করেছে ইরান ও ইরাকের জনগণ।

ইরানের বিচার বিভাগের প্রধান আরো বলেন, একটি কূটনৈতিক মিশনে ইরাকে থাকাকালীন সোলাইমানিকে হত্যা করা সন্ত্রাসবাদের সমান অপরাধ। এ হত্যাকাণ্ডে ইরাকের জনগণ, ধর্মীয় নেতৃত্ব এবং সরকার যে বিবৃতি দিয়েছে সেগুলোর জন্য দেশটির সবাইকে ধন্যবাদ জানান তিনি।

ফোনালাপে ইরাকের বিচার বিভাগের প্রধান বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে বাগদাদ কর্তৃপক্ষ, এবং এ তদন্ত প্রক্রিয়া অবশ্যই শেষ করা হবে। এছাড়া আন্তর্জাতিক আদালতে মামলা হলে এ ব্যাপারে ইরাক সরকার ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।