• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যেখানে এগিয়ে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৯  

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় এগিয়ে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে জিয়াউর রহমান সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও তাহসিন তাজওয়ার জিয়া, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের আব্দুল মোমিন এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির স্বর্নাভো চৌধুরী।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। 

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া ফিদে মাস্টার পরাগকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ জাবেদ আল আজাদকে, তাহসিন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, স্বর্নাভো ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরনকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ কাজী তাহেরুল ইসলামকে হারিয়েছেন।