• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি:তাপস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকাবাসী নৌকার পক্ষে গণসংযোগ ও ভোট প্রচারণায় জোয়ারে পরিণত করছে। যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি।
রোববার রাজধানীর মতিঝিল নটরডেম কলেজ উত্তর পাশে থেকে ১০ম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নগরবাসীর উদ্দেশ্যে তাপস বলেন, নৌকার পক্ষে গণসংযোগ ও ভোট প্রচারণায় জোয়ারে পরিণত হয়েছে। তাই আমি বলবো আমাকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আমি আগামী ৫ বছর সময় দেব আপনাদের। তিনি বলেন, আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হতে চাই। এ জন্য সব নেতাকর্মীদের‌ ঢাকাবাসীর ঘরে ঘরে যেতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। এভাবে আমরা প্রচারণা চালাতে পারলে আগামী পহেলা ফেব্রুয়ারি নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তাপস বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা প্রতারণা চালাবেন। কোনো পথচারী বা মানুষের বিঘ্ন ঘটে এমন কাজ করবেন না। আমরা যত বেশি মানুষের দোরগোড়ায় যে‌তে পারবো ভোটের ব্যবধান তত বৃদ্ধি পাবে।

নির্বাচিত হলে নগরবাসীকে সুন্দর মেট্রোপ‌লিটন শহর উপহার দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আশা করি পহেলা ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নগরবাসী মেয়র হিসেবে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। 

প্রচারণায় অংশ নিয়েছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামালসহ প্রমুখ।