• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর থেকে চলবে না কোনো আন্তনগর ট্রেন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্টেশন থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে রংপুর স্টেশন থেকে কোনো ট্রেন চলবে না। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন।

তিনি জানান, রংপুর স্টেশনে ট্রেন ওয়াশ করার ব্যবস্থা নেই, কাউন্টার ও স্টেশনের জায়গা কম। এতে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল বাধাগ্রস্ত হবে। এ কারণে মন্ত্রণালয় থেকে এ স্টেশনে আন্তনগর ট্রেন চলাচল ও টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়নি।

স্টেশনে এসে ট্রেন চলবে না জানতে পেরে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। রফিক নামে একজন বলেন, স্টেশনে এসে শুনি রংপুর থেকে কোনো ট্রেন যাবে না। বাসে ভাড়া বেশি। ঢাকায় যাওয়া খুব প্রয়োজন। স্টেশন কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকেট কিনতে। কী করবো বুঝতে পারছি না।

স্টেশন মাস্টার আরো জানান, ট্রেন চলাচলের খবরে সকাল থেকে অনেক যাত্রী স্টেশনে ভিড় করেন। পরে টিকিট বিক্রি ও ট্রেন চলবে না জানতে পেরে ফিরে যান।