• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুর মেট্রোপলিটনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ধাপ ট্রাফিক কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, আইডিয়াল ফাউন্ডেশন এ- ব্লাড ব্যাংক রংপুরের ভাইস চেয়ারম্যান আতাউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, আজকের পুলিশ আর বৃটিশ ও পাকিস্তান আমলের পুলিশ এক না। বাংলাদেশ পুলিশ জনবান্ধব, শিশুবান্ধব ও নারীবান্ধব পুলিশ। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পুলিশিং এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিদিনই রক্তের প্রয়োজন বাড়ছে। সেজন্য শুধু পুলিশ সদস্য ও রেজিস্টার্ড ডোনার দিয়ে রক্তের চাহিদা পূরণ করা যায় না। সে কারণে বিভিন্ন সময় রক্ত সংগ্রহের জন্য ব্লাড ক্যাম্পিং করা হয়। পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে রক্ত দিয়ে জনকল্যানমূলক এ কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।