• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রংপুর মেডিকেলে প্রসূতির গোপনাঙ্গে সুই-সুতা রেখেই সেলাই!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতির গোপনাঙ্গের ভেতর সুই-সুতা রেখেই সেলাই করার ঘটনা ঘটেছে। গত দুই দিন ধরে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন ওই প্রসূতি। ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী বলেন, ‘ভুলক্রমে এটা হয়েছে। রোগীর সুচিকিৎসায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে খুব জটিল অপারেশন ছাড়া, রোগীকে অজ্ঞান করা থেকে শুরু করে, ছোটখাটো অপারেশন করা পর্যন্ত, বেশিরভাগ কাজই করেন, হাসপাতালের ওটি বয় অথবা নার্সরা! এবং অপারেশন শেষে তারা এই কাজের জন্য মোটা অংকের বখশিশও দাবি করে। পরে হাসপাতালের ছাড়পত্রে দায়িত্বরত ডাক্তারের নাম বসিয়ে দেওয়া হয়।

অটোচালক তানজিদ রংপুর নগরীর আদর্শপাড়া এলাকায় মামার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করেন। গত মঙ্গলবার (২০ আগস্ট), তাঁর স্ত্রী আফরোজার প্রসব ব্যাথা উঠলে, বেলা ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। স্বাভাবিক ডেলিভারির জন্য আফারোজার গোপনাঙ্গ কেটে সন্তান প্রসবের পর, রাত সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এসময় আফরোজা একটি কন্যা সন্তানের জন্ম দেন।

রোগীর স্বামী তানজিদ জানান, অপারেশনের পর থেকেই তাঁর স্ত্রী অসহ্য ব্যাথায় ছটফট করতে থাকেন। একপর্যায়ে শুরু হয় রক্তক্ষরণ। বিষয়টি চিকিৎসককে জানালে তারা আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এক্সরে করার জন্য পরামর্শ দেয়। তাদেরই পরামর্শে মেডিকেলের বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্সরে করালে, আফরোজার গোপনাঙ্গের ভেতর সুই-সুতার বিষয়টি ধরা পড়ে।

ভুক্তভুগী আফরোজা বলেন, ‘প্রচণ্ড ব্যাথায় ছটফট করলেও, কর্তব্যরত নার্স চিকিৎসকরা তার কোন কথাই শোনেননি। উল্টো তাঁর সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করা হয়, এমনকি অপারেশন থিয়েটারেই তাকে চড়-থাপ্পড় মারেন কর্তব্যরত নার্সরা।

ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদের কক্ষে গেলে, অফিস সহায়ক জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন।