• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর মেডিকেলে ৪১ জনের করোনা শনাক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

আজ বুধবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয় । নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৮০ শতাংশ।

রংপুর ২৬ জন: মেট্রো পুলিশ ৪ জন, গুপ্তপাড়া ২ জন, মেডিকেল পূর্বগেট ১ জন, শালবন মিস্ত্রীপাড়া ১ জন, ঠিকাদারপাড়া ১ জন, খলিফাপাড়া (চিকিৎসক) ১ জন, কলেজপাড়া ৩ জন, রমেকহা রোগী ২ জন, মডাণ মোড় ১ জন, কেরাণীপাড়া ১ জন, রমেকহা বহিবিভাগ ১ জন, বদরগঞ্জ ২ জন, পীরগাছা ৩জন, গংগাচড়া ৩ জন।

এছাড়াও গাইবান্ধা ৬ জন: গোবিন্দগঞ্জ ২ জন, পলাশবাড়ী ১ জন, সাদুল্যাপুর ৩ জন; লালমনিরহাট ৪ জন: সদর হাসপাতাল ২ জন, পাটগ্রাম ১ জন, হাতীবান্দা ১ জন; কুড়িগ্রাম ৫ জন: সদর ১ জন, রৌমারী ৩ জন, উলিপুর ১ জন।