• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুর মেডিকেলের দালাল চক্রের ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দালাল চক্র সক্রিয়। এমন সংবাদ একাধিক বার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও তাদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসন। এই প্রথম র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন।

র‌্যাব-১৩, রংপুর এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন আজ বুধবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, রংপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক মোবাইল কোট পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত দালালদের মধ্যে মোঃ জাকারিয়াকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দেবা শীষ ও মোঃ শহিদুল ইসলাম নামের দুই দালালকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর অপর ৩ জন মোঃ রুবেল, মোঃ ইদ্রিস আলী এবং মোঃ পারভেজকে ১০দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট রোগীদের প্রতারণা করে বিভিন্ন রকম ফায়দা হাসিল করে আসছেন।