• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থী ৭, মনোনয়ন বাদ ২ প্রার্থীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

যাচাই বাছাই শেষে রংপুর সদর ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি সহ ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপী, বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করা সহ নানা কারণে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। 

যাচাই বাছাই শেষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন জানান, আপাতত আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ, বিএনপির রিটা রহমান, স্বতন্ত্র আসিফ শাহরিয়ার, এনপিপি শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল এই ৭ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

ঋণ খেলাপী এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করা সহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহ সভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তবে, পরবর্তী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান তিনি।