• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে অঞ্জলিকা’র বর্ষাকালীন জমজমাট কবিতা উৎসব

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো জমজমাট বর্ষাকালীন কবিতা উৎসব। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনটি ছিলো কথা ও কবিতায় জমজমাট। এতে নবীন প্রবীণ কবিদের স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি , কবিতা বিষষক আলোচনা অনুষ্ঠিত হয়।

অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ-এর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন কবি-সাহিত্য সংগঠক এ কে এম শহীদুর রহমান, নাট্য ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, কবি ও গল্পকার আবু জাফর আবদুল্লাহ, লেখক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। অলোচনায় অংশ নেন লেখক মু. শাহজাহাসন মন্ডল, নাট্যজন রাজ্জাক মুরাদ ও ছড়াকার মোশাররফ হোসেন রাজু।

উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃতিতে অংশ নেন বাশার ইবনে জহুর, শাহিদা মিলকী, শৈলেন্দ্র নাধ বর্মা, লুৎফর রহমান সাজু , ডক্টর নাসিমা আকতার, এস,এম সাথী বেগম, নজরুল মৃধা, জাকির আহমদ, সেলিনা সাত্তার শেলী, মতিয়ার রহমান, এটিএম মোর্শেদ, বিমলেন্দু রায়, শ্রাবণ বাংগালী, নাসরিণ বেগম নাজ, শামসুজ্জামান সোহাগ, সিরাজুন নাহার সাথী, দেলোয়ার হোসেন রংপুরী, এস.এম. খলিল বাবু, রেজাউল করিম জীবন, আবুল খায়ের, মাহবুবা লাভীন, সোমের কৌমুদী, মারুফ হোসেন মাহবুব, ফখরুল শাহীন, রেজিনা সাফরিন, এহসানুল হক সুমন, স্বপ্ন, পলিন, মোজাহেদুল ইসলাম ইমন, সাব্বির হোসেন নাফিস, রাশিদা বেগম রুবি, আয়েশা সিদ্দিকা, মাহবুবুল ইসলাম, দিলরুবা শাহাদৎ, মিনার বসুনীয়া, সরকার বাবলু, কামরুল হাসান, হাসান ইকবাল, রবিউল ইসলাম লাজু, মনিরা পারভীন, নাহিদ শারমিন শান্তা, অংকনা জাহান, খালিদ সাইফুল্লাহ, চৌধুরী আসাদ, হায়াত মাহমুদ মানিক, ওবায়দুল মজিদ, এস এ অপু, ইরশাদ জামিল, মমিন উদ্দিন পাটোয়ারী, রাফাত হোসেন বাথন প্রমুখ। মাহবুবুুল ইসলাম ও সুমাইয়া তাসনিম উৎসবে  উপস্থাপনা করেন।