• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে আরও তিনজন করোনা থেকে সুস্থ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও তিনজন বাড়ি ফিরলেন। রোববার (৩১ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই তিনজনকে ছাড়পত্র দেয়া হয়।

ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- আনসার সদস্য গোলাম রব্বানী (৩৮) ও সাইফুল ইসলাম (২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে কর্মরত সুভাষ চন্দ্র রায় (৩৬)। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তােদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বলেন, সাইফুল ইসলাম ১৩ মে, গোলাম রব্বানী ১৫ মে এবং সুভাষ চন্দ্র রায় ১৮ মে রংপুরে করোনায় আক্রান্ত হয়ে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। তিনজনের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পর পর দুই বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় রোববার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে মোট ৬৮ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।