• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে ঈদ-ই-মিলাদুন্নবীতে জসনে জুলুস ও মাহফিল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

রংপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়। বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও মাশায়েখে তরিকত কমিটির উদ্যোগে জসনে জুলুস শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহম্মদ (সাঃ) এর সম্মানে দরুদে সালাম উচ্চারণের সাথে সাথে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেয়া হয়।

এরআগে সকালে  রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফ মোহাম্মদ ফয়েজুল আলম, এনডিসি আবুল হায়াত, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।