• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে করোনা হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২০  

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মফিজ উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ছয়টায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি মারা যান। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, মফিজ উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর গত ১৫ মে তাকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন।