• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে কেন্দ্রীয় যাকাত ফান্ডের আর্থিক অনুদানের চেক বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

রংপুরে কেন্দ্রীয় যাকাত ফান্ডের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাহায্যপ্রার্থীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান।

জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণের সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় আটজন সাহায্যপ্রার্থীর মাঝে মোট ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, করোনা কালে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল জনগোষ্ঠী কর্মহীন ও রোজগারবিহীন অবস্থায় পতিত হয়েছে। বিশেষ করে গরীব ও নিম্ন আয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এই সংকটকালীন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও সরকারি যাকাত ফান্ডের অর্থ বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করছেন তাদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতি বছর অসহায় দুস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যাকাত ফান্ডের অর্থ ব্যয় করা হয়ে থাকে।