• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে নির্মাণাধীন মসজিদে স্বেচ্ছাশ্রমে এক কলেজ ছাত্রের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

রংপুরে নির্মাণাধীন মসজিদে স্বেচ্ছায় শ্রম দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুন্না মিয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর নিউ আদর্শপাড়া আলমগীর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

মুন্না নগরীর বেসরকারি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগাছা উপজেলার কদমতলা মনছুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু জানান, বিকেলে নির্মাণাধীন আলমগীর জামে মসজিদে বিদ্যুৎ সংযোগের কাজে মুন্নাসহ আরো কয়েকজন স্বেচ্ছায় শ্রম দিতে আসেন। এ সময় মসজিদের ছাদের কোল ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম জানান, মরদেহ উদ্ধার করে স্থানীয় কাউন্সিলরের কাছে হস্তান্তর করা হয়েছে।