• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে পাথরের ট্রাকে মিলল হাজার বোতল ফেনসিডিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

রংপুর মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার শান্তিপুরে পাথর বোঝাই ট্রাক থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ট্রাকচালক সিরাজুল ইসলাম ও হেলপার সামিউল ইসলাম।

রোববার দুপুরে নগরীর আলমনগরে র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরের ট্রাকে পাচারের সময় এক হাজার বোতল ফেনসিডিলসহ সিরাজুল ও সামিউলকে আটক করা হয়। সিরাজুল ট্রাক চালানোর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।