• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রংপুরে পালিত হলো বিশ্ব ডিম দিবস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

শুক্রবার (১১ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরেও পালিত হল বিশ্ব ডিম দিবস।

এ উপলক্ষে শুক্রবার সকালে একটি শোভাযাত্রা বের হয়। পরে স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, মেধাবী জাতি গঠনে ডিম পুষ্টি চাহিদা পূরণ করছে। ডিমের উৎপাদন ও চাহিদা অনুযায়ী খাদ্য হিসাবে সরবরাহ বৃদ্ধিতে সচেতনতা তৈরীর ওপর জোর দেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং রংপুর পোল্ট্রি মালিক সমিতির সভাপতি আকবর হোসেন বক্তৃতা করেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।