• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রংপুরে পুনাক শিল্প-বাণিজ্য মেলা শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

রংপুর পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

ডিআইজি বলেন, মেলার মাধ্যমে ব্যবসা, বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটাতে হবে। স্থানীয়ভাবে তৈরি ঐতিহ্যবাহী পণ্য ও শিল্পকে তুলে ধরতে হবে। এ মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির অংশগ্রহণ ও আয়োজন প্রশংসার যোগ্য। মেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার, এডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, এডিশনাল এসপি (ডিএসবি) ফজলে ইলাহী, এএসপি (সি সার্কেল) আরমান হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন। এ সময় স্টল মালিক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তারা। পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত এ মেলা শেষ হবে ১৪ ডিসেম্বর।