• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে পুলিশ কমিশনারের উদ্যোগে গাছের চারা বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের মাঝে বুধবার সকাল ১১ টায় গাছের চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গি ও বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম কাজী মুক্তাকিন ইবনে মিনান, মাহিগঞ্জ জোনের সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ, পশুরাম জোনের সহকারী পুলিশ কমিশনার, মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আখতারুজ্জামান প্রধান, ওসি অপারেশন আব্দুল মোতালেব, এসআই আতিয়ার রহমান, এসআই নাহিদ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, অধ্যক্ষ জাহানারা বেগম, সহকারী প্রধান শিক্ষক, শেখ সাদিয়া আরিফিন লাভলী, শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম বাবু ও রবিউল ইসলাম শাহিন প্রমুখ। অপরদিকে, দুপুর ২ টায় আজিজুল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সদস্য এসএম রেজাউল করিম, বাংলার চোখের প্রতিষ্ঠাতা আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, সাতমাথা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তপু, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি নূর হোসেন মিয়া, ও সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, ৩৩ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুলতান আলম, বাবু চিত্ত রঞ্জন বর্মণ, রায়হান কবির প্রমুখ। সমগ্র সভাপরিচালনা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ মোঃ লুৎফর রহমান।