• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রংপুরে বিজয় দিবস পালিত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে নগরীর মডার্ণ মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ অর্জনে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি। রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকার-বেসরকারি রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

ভোরে অর্জন চত্বরে বিজয় তোপধ্বনি ও এক মিনিটের নিরবতার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জয়নুল বারী, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজ দেবদাস ভট্টাচার্য্য, র্যা ব-১৩’র অধিনায়ক মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, ডিসি এনামুল হাবীব, এসপি মিজানুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন প্রতিনিধিরা।

অপরদিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী অঙ্গসংগঠন ছাড়ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

বিজয় দিবস উপলক্ষে সকাল নয়টায় রংপুর স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, স্কাউট, গালর্স গাইডসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়। এছাড়াও রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা তোলা, আলোচনা সভা, দোয়া মাহফিল, ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজনও চলছে।