• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করল ছোট ভাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

ভুট্টা ক্ষেতে কলাগাছের পাতা হেলে পড়া থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই। আর এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী ও তার পুত্রবধূ।

রংপুরের মিঠাপুকুরের বালারহাট ইউপির সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আফসার আলী ওই গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, ছোট ভাই দেলোয়ার হোসেনের ভুট্টা ক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। এ নিয়ে সোমবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে দেলোয়ার, তার স্ত্রী রেখা ও পুত্রবধূ আতিকা বেগম লাঠি দিয়ে আফসারকে বেধম পেটাতে থাকেন। এতে আহত আফসারকে তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর দেলোয়ারসহ তার পরিবার পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহতের ছেলে আবদুর রহমান চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।