• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে মাইক্রোবাস চাপায় গৃহবধূর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯  

রংপুরে শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল আকলিমা নামে এক গৃহবধূর।

এ ঘটনায় এলাকাবাসী রংপুর দিনাজপুর সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় দিনাজপুর নীলফামারী, ঠাকুরগা ও পঞ্চগড় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই তাহের উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর মহাসড়কের ইকরচলি এলাকায় সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস গৃহবধূ আকলিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।