• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে র‌্যাব-১৩`র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

২০১৪ সালের ২৫ জানুয়ারি রংপুর বিভাগে র‌্যাব-১৩ প্রতিষ্ঠিত হয়। আজ রংপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব) এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। মুজিব বর্ষকে ঘিরে ব্যাটালিয়নের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩'র অস্থায়ী সদর দফতর (পানি উন্নয়ন বোর্ড) সহ গোটা দফতর এলাকাকে ঢেলে সাজানো হয়েছে। ঝলকবাতি আর বিভিন্ন আলোকসজ্জায় পুরো এলাকায় মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নগরীর আলমনগর পানি উন্নয়ন বোর্ড মাঠে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ।

আয়োজন প্রস্তুতি সম্পর্কে র‌্যাব-১৩'র অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বলেন, জমকালো আয়োজনে মুজিব বর্ষকে উৎসর্গ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা। সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কাটা ও অনুষ্ঠানের উদ্বোধন, নৈশভোজ এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

সাংস্কৃতিক পরিবেশনায় দেশের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীরা অংশ নিবেন। পুরো আয়োজনকে প্রাণবন্ত ও দৃষ্টিদন্দন করতে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে।