• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুরে লবন ও মসল্লার গুদামঘর থেকে ফেন্সিডিলসহ আটক ১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

রংপুরে লবনের গুদাম থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। জেলার বদরগঞ্জে লবন ও মসল্লার গুদামঘরে থাকা ইউরিয়া সারের বস্তা ও কার্টুনের ভেতর থেকে ৩৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলা থেকে এসব উদ্ধার করা হয়। 

সিআইডি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মসলা ও লবনের ব্যবসা করার জন্য ভবন মালিক মোজাফ্ফর হোসেনের কাছ থেকে গুদাম ঘর ভাড়া নেন মশিউর রহমান। সেখানে তিনি মসল্লা ও লবনের ব্যবসা শুরু করেন।

ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকাল থেকে ঘটনাস্থলে পাহারা বসানো হয়। পরে গুদাম ভাড়াটিয়াকে ডেকে এনে গুদামের ১২টি বস্তা ৪ কার্টুন থেকে ৩৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল ছাড়াও গুদাম ঘরে সামান্য কিছু মসলা, লবন ছিল। 

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান আরো জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।