• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রংপুরে ৩৬২ টি ভুয়া আনসার ভিডিপি সনদ জব্দ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

রংপুরে পূজা মণ্ডপে নিরাপত্তা দায়িত্বের জন্য লোক বাছাই করতে গিয়ে ৩৬২ জনের ভুয়া সনদ জব্দ করেছেন কর্তৃপক্ষ। জেলা কমান্ড্যান্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে পূজা মণ্ডপে ৮ উপজেলায় ৩ হাজার ৫ শ ৪৭ জন, মেট্রো এলাকায় ৮০৭ জন,মোট ৪ হাজার ৩শ ৫৪ জন ডিউটি করেছেন। বাছাইয়ে ৩৬২ টি ভুয়া সনদের মধ্যে রংপুর সদরে ২৫টি, মিঠাপুকুরে ১৩১ টি, বদরগন্জে ৩৮ টি, গঙ্গাচড়ায় ৭১ টি, পীরগাছা উপজেলায় ৯৭ টি ।

অপর দিকে মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের ব্যান্ড ম্যান /ব্যান্ড মাষ্টার, আব্দুল হাই, সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে, দীর্ঘ ১৬/১৭ বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি কর্মকর্তাদের মোটর সাইকেল নিজে ব্যবহার করে আসছেন মর্মে অভিযোগ রয়েছে। ৭ টি উপজেলার কর্মকর্তাদের কে সরকারী মোটরসাইকেল বরাদ্দ না দিয়ে নিয়ম নীতি উপেক্ষা করে ব্যান্ডম্যান আঃ হাই সরকারী মোটরসাইকেল ব্যবহার করছেন। অথচ ৭ জন কর্মকর্তা কেউই সেই সরকারী মোটরসাইকেল ব্যবহার করতে পারছেন না। অনেক নবীন অফিসার রিক্সায় করে জেলা কার্যালয়ে আসা যাওয়া করেন। প্রশিক্ষনপ্রাপ্ত আনসার ভিডিপি প্রশিক্ষার্থী সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন দিন (১৬-১৭ বছর) একই স্থানে কর্মরত থাকার সুবাদে নানাবিধ প্রশিক্ষণে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

এব্যাপারে তার ০১৭২৬-৩৫০২০০ মোবাইল নম্বরে কথাবলার চেষ্টা করলে তিনি রং নাম্বার বলে মোবাইল কেটে দেন। এ দিকে জেলা কমান্ডান্ট জিয়াউর রহমানের সাথে ০১৭৩০-০৩৮০৯৯ মোবাইল নম্বরে আলাপ করলে তিনি জানান, ব্যান্ড মাষ্টার স্থায়ী ছিলনা, স্থায়ী হওয়ার পর রংপুর জেলা আনসার ভিডিপি কার্যালের অধীনে বিভিন্ন কাজ করছেন। দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।