• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরের অপহরণকারী চক্রের দুই সদস্যকে লালমনিরহাট থেকে আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

রংপুরের অপহরণকারী চক্রের দুই সদস্যকে লালমনিরহাট থেকে আটক করেছে র‍্যাব। এ সময় অপহরণের শিকার একজনকে উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, চক্রের প্রধান আনিস উদ্দিন, তার সহযোগী হুমায়ুন কবির বাবু।

শনিবার রাতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের মহেন্দ্র নগর থেকে আনিস ও হুমায়ুনকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত আবদুল্লাহ আল মামুনসহ দুটি মোটরসাইকেল ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেছে।

রেজা আহমেদ ফেরদৌস আরো বলেন, আনিস উদ্দিনের নেতৃত্বে হুমায়ন কবীর বাবু, জনি, আজিজুল ইসলামসহ কয়েকজন লালমনিহাটের মহেন্দ্র নগর বাজার থেকে আবদুল্লাহ আল মামুনকে অপহরণ করে। এরপর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।