• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

রংপুরের পায়রাবন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী রোকেয়া মেলা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে রংপুরের পায়রাবন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী রোকেয়া মেলা। প্রথম দিন বিকেলের পর থেকে মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় দেখা যায়।

পুরো মেলা জুড়ে গ্রামীণ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে স্টল সাজানো হয়েছে। রয়েছে রোকেয়ার জীবন দর্শন নিয়ে রকমারি বইয়ের সমাহারে সমৃদ্ধ স্টলও।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় মেলার উদ্বোধন করেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ.এন আশিকুর রহমান।

বাংলা একাডেমির সহযোগিতা ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ মেলায় প্রায় দেড় শতাধিক স্টল রয়েছে। এর মধ্যে মাটির তৈরি খেলনা, মৃৎশিল্প সমৃদ্ধ তৈজসপত্র, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, হস্তশিল্পখ্যাত পণ্য, গ্রামীণ জনপদের খাবারসহ বিভিন্ন প্রসাধনী ও শীতবস্ত্রের দোকান রয়েছে। এ ছাড়াও নাগরদোলা, লোহার নৌকা দোলনা, মোটরসাইকেল খেলার আয়োজন রয়েছে।

বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত জন্মস্থান মিঠাপুকুরের পায়রাবন্দে এমন আয়োজনে রংপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মেলায় আসছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণ সংলগ্ন রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।