• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

রংপুরের লালবাগ বাজারে অভিযান চালিয়ে ৩৩টি বন্যপ্রাণী উদ্ধার, আটক ৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৩/১০/২০১৯ খ্রিঃ তারিখ বিকেল বেলা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন লালবাগ বাজারে অভিযান পরিচালনা করে ০৮টি দেশীয় টিয়া পাখি যার মূল্য ৪০,০০০/-টাকা, ০২টি ডাহুক পাখি যার মূল্য ৫,০০০/-টাকা, ২১টি মুনিয়া পাখি যার মূল্য ৪২,০০০/- টাকা এবং ০২টি বিদেশি খরগোশ যার মূল্য ২০,০০০/-টাকা যার সর্বমোট মূল্য ১,০৭,০০০/-টাকার মোট ৩৩টি বন্য পাখি-প্রাণীসহ ১। মোঃ আলী (২৫), পিতাঃ মোঃ ইদ্রিসুল হক, সাং-নিউ আদর্শ পাড়া, ২। মোঃ মোজাম্মেলহোসেন (৫৫), পিতাঃ মৃত আব্দুস সাত্তার, সাং-দেওডোবা কামার পাড়া, উভয় থানাঃ কোতয়ালী আরপিএমপি,রংপুর, ৩। মোঃ ফিরোজ আলম (৪০), পিতাঃ মৃতঃ আব্দুল মান্নান সাং-খোদ রংপুর (০৯নং ওয়ার্ড), থানাঃ মাহীগঞ্জ, জেলাঃ রংপুরদের’কে আটক করেন।

উলে­খ্য যে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় অবস্থান করে গাছে গাছে ফাঁদ ফেলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য্যরে প্রতীক বন্য পাখি/প্রাণীদের ধরে নিয়ে বাজারে ক্রয়-বিক্রিয় করে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অপরাধে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত অভিযুক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।